ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

চট্টগ্রামে ৪০ মণ ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ১ নভেম্বর ২০২৩  
চট্টগ্রামে ৪০ মণ ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ 

চট্টগ্রামে ৪০ মণ ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পতেঙ্গার সমুদ্রে অভিযান চালিয়ে এই মাছ জব্দ করা হয়।  পরে জব্দকৃত মাছ নগরের ১১টি এতিমখানা ও ১০টি সরকারি শিশু পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন জানান, মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ৪০ মণ ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় ১১টি এতিমখানা ও ১০টি সরকারি শিশু পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানের সময় দুইটি ফিশিং বোট ও ১ লাখ মিটার ইলিশ মাছ ধরার জাল জব্দ হয়েছে। জাল ও বোট বাংলাদেশ নৌবাহিনীর হেফাজতে দেওয়া হয়েছে।

রেজাউল/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়