ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

অবশেষে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি টাঙিয়েছেন শিক্ষা অফিসার

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ২ নভেম্বর ২০২৩  
অবশেষে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি টাঙিয়েছেন শিক্ষা অফিসার

‘অফিসে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি টাঙাননি শিক্ষা অফিসার’— শিরোনামে প্রতিবেদন গত মঙ্গলবার (৩১ অক্টোবর) দেশের শীর্ষস্থানীয় নিউজপোর্টাল রাইজিংবিডিডটকম-এ প্রকাশ হয়। প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসন। পরের দিন বুধবার (১ নভেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টাঙানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। 

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। তিনি রাইজিংবিডি-কে বলেন, ‘গত মঙ্গলবার রাইজিংবিডিডটকম-এ প্রকাশিত প্রতিবেদনটি দেখতে পাই। পরে মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিলে পরের দিন মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি অফিসে টাঙানো হয়।’ 

হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব বলেন, আগের ছবিগুলো পুরনো হয়ে গিয়েছিল। নতুন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অফিসে টাঙানো হয়েছে। 

আরো পড়ুন:

আরও পড়ুন: অফিসে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি টাঙাননি শিক্ষা অফিসার

মোসলেম/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়