ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ঈশ্বরদী স্টেশনে বোমা সদৃশ বস্তু

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ৩ নভেম্বর ২০২৩   আপডেট: ০৯:৩৩, ৩ নভেম্বর ২০২৩
ঈশ্বরদী স্টেশনে বোমা সদৃশ বস্তু

পাবনার ঈশ্বরদী জংশন স্টেশন এলাকায় একটি বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১০টা থেকে বস্তুটি ঘিরে রেখেছে রেলওয়ে পুলিশ। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল জানান, ঈশ্বরদী জংশন স্টেশনের ইয়ার্ডে দুই নাম্বার প্লাটফর্মে দাঁড় করিয়ে রাখা নতুন কোচের নিচে লাল টেপ পেঁচানো একটি বোমা সদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিষয়টি জানার পর ঘটনাস্থল রেলওয়ে পুলিশ সদস্যরা ঘিরে রেখেছে।

তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখতে রাজশাহী র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে, তারা ঘটনাস্থলে যাচ্ছেন।

শাহীন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়