ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নরসিংদীতে মাছ ধরা ট্রলারকে স্পিডবোটের ধাক্কা, জেলে নিখোঁজ 

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ৩ নভেম্বর ২০২৩  
নরসিংদীতে মাছ ধরা ট্রলারকে স্পিডবোটের ধাক্কা, জেলে নিখোঁজ 

নিখোঁজ জেলে পিয়াল

নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে মাছ ধরার নৌকাকে ধাক্কা দিয়েছে একটি স্পিডবোট। এতে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন নৌকাটিতে থাকা পিয়াল (২৫) নামের এক জেলে। এ ঘটনায় আহত হয়েছেন নৌকাতে থাকা অপর জেলে আতাউর রহমান (৪২)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুরা-আশুগঞ্জ সীমানায় দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে পর্যন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ পিয়াল ও আহত আতাউর দুই জনই রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের বেগমাবাদ কড়ইপুর এলাকার বাসিন্দা।

শুক্রবার বিকেলে নিখোঁজ পিয়ালের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে আতাউর ও তার ভাই মোর্শেদ মাছ ধরতে নদীতে যাওয়ার জন্য পিয়ালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত ৮টার দিকে খবর আসে তাদের নৌকাকে একটি স্পিডবোট ধাক্কা দিয়েছে। বিষয়টি পুলিশকে জানালে আশুগঞ্জ নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থল পৌঁছে আতাউরকে আহত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনার পর থেকেই পিয়াল নিখোঁজ রয়েছেন। 

আরো পড়ুন:

ভৈরব নৌ ফাঁড়ির ইনচার্জ রফিক বলেন, বৃহস্পতিবার রাতে নদীতে একটি নৌকাকে ধাক্কা দিয়েছে স্পিডবোট। ঘটনাস্থল থেকে আতাউর নামে একজনকে আহতবস্থায় উদ্ধার করা হয়। তার সঙ্গে পিয়াল নামে আরেকজন ছিল। তার সন্ধান পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, স্পিডবোট চালককে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হৃদয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়