ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ৩ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:১৭, ৩ নভেম্বর ২০২৩
সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমরা যদি দেশের উন্নয়নে ধারাবাহিকতা রাখতে চাই তাহলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, শান্তি দরকার এবং সুন্দর ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দরকার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এ সরকার জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি আগুন সন্ত্রাস ও সহিংসতার পথ ছেড়ে নির্বাচনে আসবে এটাই আশা করছি।’ 

শুক্রবার (৩ নভেম্বর) টাঙ্গাইল ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামে খামারি মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাই ও উচ্চ ফলনশীল আমন ধানের ফসল কর্তন ও কৃষক সমাবেশে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। 

এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেনে, বিএনপি কর্মীদেরকে প্ররোচিত করা হচ্ছে আগুন সন্ত্রাস করার জন্য। সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব মানুষের জানমাল নিরাপত্তা দেওয়া। তাদের গাড়িগুলোর নিরাপত্তা দেওয়া। দোকানপাট খুলে ব্যবসা বাণিজ্য যাতে মানুষজন করতে পারেন তা নিশ্চিত করা। দোকান বন্ধ থাকলে কর্মচারীরা না খেয়ে মারা যাবে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। শান্তি প্রিয় কোনো বিএনপি নেতাকমীদের গ্রেপ্তার করা হচ্ছে না। 

আরো পড়ুন:

কৃষি মন্ত্রালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রহুল আমিন তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম, বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক জালাল উদ্দীন, বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল আউয়াল, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ প্রমুখ।

কাওছার/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়