ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

নাজিরপুরে অবৈধ বালু উত্তোলন, নদী ভাঙনরোধে মানববন্ধন

পিরোজপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ৩ নভেম্বর ২০২৩  
নাজিরপুরে অবৈধ বালু উত্তোলন, নদী ভাঙনরোধে মানববন্ধন

পিরোজপুরের নাজিরপুরে তালতলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট নদী ভাঙনরোধে স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করেছেন। উপজেলার মালিখালী ইউনিয়নের লড়া গ্রামে শুক্রবার (০৩ নভেম্বর) দুপুরে মানববন্ধন করা হয়। 

লড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি মেম্বার মনোজ কান্তি মন্ডল, লড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দীপঙ্কর সমদ্দার রিপাশ, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি আফজাল হোসেন মোল্লা, স্থানীয় আস্তা কালী মন্দির কমিটির সভাপতি গজেন্দ্র নাথ বাড়ৈ, ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি লিটন মন্ডল, নারী ফুলমালা মন্ডল প্রমুখ। 

মানববন্ধনে স্থানীয়রা জানান, প্রভাবশালী মহল একমাস ধরে স্থানীয় তালতলা নদীর মালিখালী ইউনিয়নের লড়া ও সাচীয় এলাকায় ৩টি ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন বালু   উত্তোলন করছেন। এতে নদীর পূর্ব পাড়ের মালিখালী ইউনিয়নের লড়া ও সাচীয়া গ্রামে নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। ওই এলাকার নদী পাড়ে থাকা সাচীয়া লড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লড়া মাধ্যমিক বিদ্যালয়, মাতৃমঙ্গল সার্বজনীন সেবাশ্রম, দক্ষিণ লড়া আস্তা কালি মন্দির, দারুল কোরান মহিলা মাদ্রাসা, লড়া শ্মশান ঘাটসহ কয়েক শত একর জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। এ ছাড়া ইতোমধ্যে ওই নদীর পশ্চিম পাড়ের শাঁখারীকাঠী ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের কয়েকটি বসতবাড়ি নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। এ ছাড়া ওই এলাকায় থাকা প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসাসহ কয়েকশত একর জমি হুমকির মুখে পড়েছে। 

এ বিষয়ে অভিযুক্ত ড্রেজার মালিক আমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করে এবং ক্ষুদে বার্তা দিয়েও উত্তর পাওয়া যায়নি।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাশ জানান, এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

তাওহীদুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়