ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

মাটি চাপায় শেষ হয়ে গেলো মনিরুলের ভাগ্য বদলের স্বপ্ন

শাহীন রহমান, পাবনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ৩ নভেম্বর ২০২৩  
মাটি চাপায় শেষ হয়ে গেলো মনিরুলের ভাগ্য বদলের স্বপ্ন

মালয়েশিয়ায় মাটি চাপায় নিহত মনিরুল ইসলাম মিলন

ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় যান পাবনার ভাঙ্গুড়া উপজেলার মনিরুল ইসলাম মিলন (৩১)। কিন্তু মাটি চাপা পড়ে শেষ হয়ে গেছে তার সেই স্বপ্ন। একই সঙ্গে ভেঙে গেছে পরিবারের সব আশাও।

গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে মালয়েশিয়ার মাচাং এলাকায় সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মারা গেছেন মনিরুল। তার সঙ্গে আরও দুই বাংলাদেশি শ্রমিকেরও মৃত্যু হয়েছে। পরে বিকেল ৪টার দিকে মালয়েশিয়ার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদশির পরিচয় শনাক্ত

নিহত প্রবাসী মনিরুল ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামের কৃষক জমিন উদ্দিনের ছেলে। স্ত্রী ও ৫ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে তার। 

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্র জানায়, দরিদ্র পরিবারের সন্তান মনিরুল দেশে কয়েকটি কোম্পানিতে চাকরি করেছেন। কিন্তু কোনো কাজেই তিনি সুবিধা করতে পরছিলেন না। তাই স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেন বিদেশে যাওয়ার। ৯ মাস আগে ভাগ্য বদলের আশায় মালয়েশিয়ায় যান মনিরুল। কিন্তু সেখানে গিয়েও কথা মতো কাজ না পেয়ে হতাশ হন তিনি। পরে তিনি অন্যত্র গিয়ে একটি প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিকের কাজ নেন। গতকাল বৃহস্পতিবার সড়ক নির্মাণ প্রকল্পের ১১ ফুট মাটির নিচে পাইলিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ মাটি চাপা পড়ে মনিরুলসহ তিন প্রবাসী বাংলাদেশি মারা যান।

আরও পড়ুন: মালয়েশিয়ায় মাটিচাপায় ৩ বাংলাদেশি নিহত 

নিহত মনিরুলের স্ত্রী সনজুয়ারা খাতুন বলেন, ‘আমার স্বামী ধারদেনা করে ৫ লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় গিয়েছিলেন। এখন পর্যন্ত বাড়িতে তিনি একটি টাকাও পাঠাতে পারেননি। তাই ধারণাদেনাও শোধ করা যায়নি। এরই মধ্যে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। এখন ছোট শিশু সন্তান নিয়ে কিভাবে কি করবো কিছুই বুঝতে পারছি না।’

উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা জাহান বকুল বলেন, ‘ঘটনাটি খুবই বেদনাদায়ক। পরিবারটির পাশে দাঁড়াতে প্রশাসনসহ সবাইকে এগিয়ে আসার আহবান আহ্বান জানাচ্ছি আমি।’ 

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ‘আমরা খবর পেয়েছি। খোঁজখবর নিয়েছি। শনিবার (৪ নভেম্বর) আমরা ওই গ্রামে গিয়ে পরিবারটির সঙ্গে কথা বলব। মারা যাওয়া মনিরুল ইসলাম মিলনের লাশ দেশে আনতে সব ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়