ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

সেফটি ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু 

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ৪ নভেম্বর ২০২৩   আপডেট: ১২:৫০, ৪ নভেম্বর ২০২৩
সেফটি ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু 

ফরিদপুরে নির্মাণাধীন সেফটি ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে বাবু মিয়া (৫৫) ও সাইদ মুছুল্লী (১৮) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
মারা যাওয়া শ্রমিক বাবু মিয়া ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার বাসিন্দা এবং অপর শ্রমিক সাইদ মুছুল্লী কানাইপুরের কোসা গোপালপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শনিবার সকালে নির্মাণাধীন সেফটি ট্যাংকের অবশিষ্ট কাজ করতে ওই দুই শ্রমিক চরকমলাপুর এলাকায় গোলাম ফারুক নামের এক ব্যক্তির বাড়িতে যান। সেফটি ট্যাংকটি এক মাসের মতো কাজ বন্ধ থাকায় সেখানের তলদেশে পানি জমে। পরে সেফটি ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে তারা পানিতে উৎপাদিত গ্যাসে মারা যান বলে দাবী স্থানীয়দের।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাস বাড়ৈই জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তামিম/টিপু 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়