ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

রাজশাহীতে সমবায় দিবস উদযাপন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ৪ নভেম্বর ২০২৩  
রাজশাহীতে সমবায় দিবস উদযাপন

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রাজশাহীতে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে শনিবার (৪ নভেম্বর) দিবসটি উদযাপন করা হয়।

সমবায় দিবস উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সভায় তিনি বলেন, ‘সমবায়ে প্রযুক্তির সঠিক প্রয়োগ করতে হবে। সমবায় মানেই জনগণের অর্থনৈতিক মুক্তি।’

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন- পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রাশেদুল হাসান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন সমবায় বিভাগের যুগ্মনিবন্ধক মোখলেসুর রহমান।

সমবায়ে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এর আগে সকালে জেলা শিল্পকলা মিলনায়তন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়