ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

ফেনীতে বিএনপির বিক্ষোভ

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ৫ নভেম্বর ২০২৩  
ফেনীতে বিএনপির বিক্ষোভ

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথমদিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ফেনী বিএনপির নেতাকর্মীরা।

রোববার (৫ নভেম্বর) অবরোধের সমর্থনে বিক্ষোভে সরকারের পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

সকালে ফেনী শহরের দাউদপুল থেকে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, শওকত আলী জুয়েল, রশিদ আহমেদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, ফেনী সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত, মেজবাহ মিয়াজী, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম মানিক, যুগ্ম আহ্বায়ক রহমান সানী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, রাজিব, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন দল। বিএনপি বহির্বিশ্বের হস্তক্ষেপে নয়, জনগণকে সাথে নিয়েই যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করবে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, সকালে বিএনপির নেতাকর্মীরা সোনাগাজী উপজেলা পরিষদ সংলগ্নে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, কর্মসূচি পালনের নামে কেউ নাশকতা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব, বিজিবি, আনসারের একাধিক টিম মাঠে কাজ করছে।

/সাহাব উদ্দিন/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়