ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে পেট্রোলসহ জেলা যুবদলের সভাপতি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ৫ নভেম্বর ২০২৩  
ঠাকুরগাঁওয়ে পেট্রোলসহ জেলা যুবদলের সভাপতি আটক

মেহেবুল্লাহ আবু নূর চৌধুরী। ফাইল ফটো

ঠাকুরগাঁওয়ে পেট্রোল ও ইট পাটকেলসহ জেলা যুবদলের সভাপতি মেহেবুল্লাহ আবু নূর চৌধুরীকে আটক করেছে পুলিশ। রোববার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের খোঁচা বাড়ি নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি ফিরোজ কবির বলেন, খোঁচা বাড়ি নামক স্থানে মেহেবুল্লাহ আবু নূর চৌধুরীসহ কয়েকজন গাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরানোর প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ গিয়ে মেজেবুল্লাহ আবু নূর চৌধুরীকে আটক করে। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় তার কাছ থেকে পেট্রোল, ইট পাটকেল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরো পড়ুন:

মঈনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়