ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ড্যাফোডিলে সংঘর্ষ : ক্যাম্পাসে ১০ দিনের ছুটি ঘোষণা

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ৬ নভেম্বর ২০২৩   আপডেট: ১৩:৪২, ৬ নভেম্বর ২০২৩
ড্যাফোডিলে সংঘর্ষ : ক্যাম্পাসে ১০ দিনের ছুটি ঘোষণা

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় চিন্তা করে বিশ্ববিদ্যালয়ে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যত দ্রুত সম্ভব হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। 

সোমবার (৬ অক্টোবর) সকালে  চানগাঁও এলাকায় থমথমে পরিস্থিতি দেখা গেছে। এ সময় শিক্ষার্থীদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আবাসিক হল ছেড়ে যেতে দেখা যায়। 

ড্যাফোডিল ইউনিভার্সিটির সিইসি বিভাগের শিক্ষার্থী তানভির তাহমিদ বলেন, গতকাল রাতে এলাকাবাসী আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। আমাদের আবাসিক হলে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। যার কারণে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে। এটা চিন্তা করেই কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছে। আজ থেকে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে। গতকাল রাতেই যত দ্রুত সম্ভব আমাদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আমরা ভোর থেকেই বাড়িতে রওনা হয়েছি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল জানান, আজ (৬ নভেম্বর) থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্যাম্পাস বন্ধ ঘোষণার কথা শুনেছি। তারপরও নিরাপত্তা নিশ্চিতে আমরা এলাকায় অবস্থান করছি।

সাব্বির/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়