ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

সীমান্তে নজরদারি বাড়াতে বিএসএফ ও বিজিবি বৈঠক 

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ৭ নভেম্বর ২০২৩   আপডেট: ০৯:৪৯, ৭ নভেম্বর ২০২৩
সীমান্তে নজরদারি বাড়াতে বিএসএফ ও বিজিবি বৈঠক 

কুড়িগ্রামের ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধিতে ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বাগভান্ডার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য পাচার, চোরাচালান বন্ধ করা, সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনাসহ দু'দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

এসময় রংপুর সেক্টর কমান্ডার উপ-পরিচালক ইয়াছির জাহান হোসেন পিএসসি বিজিবির ৩৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরদিকে ভারতীয় বিএসএফের গোপালপুর ও কুচবিহার সেক্টরের ডিআইজি ওয়াই.ডি ভাসিষ্ট ৪১ সদস্যদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সমন্বয় সভায় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ ও বিজিবি'র মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে যৌথভাবে কাজ করার সম্মতি প্রকাশ করা হয়।

বাদশাহ্ সৈকত/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়