ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

চাঁদপুরে ভেজাল তেল-ডিজেল বিক্রি করায় ২৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ৭ নভেম্বর ২০২৩   আপডেট: ২০:৫২, ৭ নভেম্বর ২০২৩
চাঁদপুরে ভেজাল তেল-ডিজেল বিক্রি করায় ২৫ হাজার টাকা জরিমানা

নিম্নমান এবং ওজনে কারচুরি করে তেল ও ডিজেল বিক্রির অভিযোগে চাঁদপুরের দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে সদরের বাগাদী চৌরাস্থায় ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স রাশেদ গাজী এন্টারপ্রাইজকে ১০ হাজার এবং মেসার্স সুমন অটো পার্টসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিএসটিআইয়ের কুমিল্লার মাঠ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম শাকিল বলেন, নিম্নমানের ও ভেজাল মিশ্রিত ডিজেল বিক্রি এবং মিথ্যা তথ্য প্রদান করায় মেসার্স রাশেদ গাজী এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতি ৫ লিটার গাড়ির জ্বালানি তেলে ২০০ মিলি কম দেওয়ায় মেসার্স সুমন অটো পার্টসকে জরিমানা করা হয়েছে ১৫ হাজার টাকা। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

এসময় অন্যদের মধ্যে বিএসটিআইয়ের কুমিল্লার পরিদর্শক আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অমরেশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়