ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

হাতির আক্রমণে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ৮ নভেম্বর ২০২৩   আপডেট: ১২:৩৮, ৮ নভেম্বর ২০২৩
হাতির আক্রমণে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাতির আক্রমণে মো. মুফাসসির (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে নেজামপুর ইউনিয়নের মানিকড়ায় একটি আমবাগানে এ ঘটনা ঘটে। মুফাসসির লক্ষ্মীপুর গ্রামের বুলবুল হোসেনের ছেলে।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, দুটি হাতির আক্রমণে মুফাসসির গুরতর আহত হয়। স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, রাজশাহী বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। হাতিটি আটক করতে তারা গন্তব্যে রওনা হয়েছে।

শিয়াম/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়