ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

বরিশালে বাস-লঞ্চ চলাচল স্বাভাবিক, যাত্রীর চাপ কম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ৮ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:৫৯, ৮ নভেম্বর ২০২৩
বরিশালে বাস-লঞ্চ চলাচল স্বাভাবিক, যাত্রীর চাপ কম

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে বরিশালে স্বাভাবিকভাবেই চলাচল করেছে বাস ও লঞ্চ। তবে, যাত্রীর চাপ ছিল কম। বুধবার (৮ নভেম্বর) সকালে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের বাস ছেড়ে গেছে।

সরেজমিনে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতোই স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। এসময় সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে গেছে। এছাড়া নগরীর বেশির ভাগ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম (বার) বলেন, কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করা হলে তাদের আইনের আওতায় আনা হবে। নগরবাসীর নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

স্বপন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়