ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

হিলিতে ভারত থেকে আনা নতুন আলুর কেজি ৬০ টাকা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ৮ নভেম্বর ২০২৩   আপডেট: ১৩:২৯, ৮ নভেম্বর ২০২৩
হিলিতে ভারত থেকে আনা নতুন আলুর কেজি ৬০ টাকা

দিনাজপুরের হিলি বন্দর বাজারে উঠেছে ভারতীয় নতুন আলু। আমদানিকারকরা নতুন আলু পাইকারি বিক্রি করছেন ৬০ টাকা কেজি দরে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বুধবার (৮ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এসব তথ্য জানা যায়।

ব্যবসায়ীরা জানান, বর্তমানে হিলি বাজারে ভারতীয় পুরাতন আলু পাইকারি বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। খুচরা ব্যবসায়ীরা তা বিক্রি করছেন ৩৫ টাকায়। অপরদিকে, নতুন আলু পাইকারি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। খুচরা বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

মজিবর রহমান নামের এক ক্রেতা বলেন, কিছুদিন আগেও আলুর দাম বেশি ছিল, এখন কমে গেছে। ভারতীয় নতুন আলু এক কেজি কিনলাম ৮০ টাকায়।

হিলি বাজারের সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, বন্দরে ভারতীয় পুরাতন আলুর পাশাপাশি নতুন আলু আমদানি হয়েছে। আমরা ৭০ টাকা কেজি দরে কিনে তা ৮০ টাকা দরে খুচরা বিক্রি করছি। 

আলু আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, গতকাল এক গাড়িতে ১২ মেট্রিক টন ভারতীয় নতুন আলু আমদানি হয়েছে। এসব আলু ৬০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছি।

মোসলেম/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়