ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বাস ও ট্রাকে আক্রমণ করবেন না: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ৮ নভেম্বর ২০২৩  
বাস ও ট্রাকে আক্রমণ করবেন না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

দেশের উন্নয়ন অগ্রযাত্রার সময়ে যারা নির্বাচনে না এসে হরতাল-অবরোধ করে বাসে আগুন দেয়, মানুষকে কষ্ট দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে তাদের কঠোরভাবে প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘বিএনপির কাছে অনুরোধ আপনারা বাস-ট্রাকে আক্রমণ করবেন না। মানুষকে কষ্ট  না দিয়ে ভোটে আসেন। দেশে অশান্তি সৃষ্টি করে ক্ষমতায় আসা যাবে না। আইন মেনে নির্বাচনে আসেন ভোটের মাঠে খেলা হবে।’

বুধবার (৮ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুল মজিদ কলেজের হলরুমে পরিকল্পনামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে হতদরিদ্রদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন আলোয় আলোকিত পুরো দেশ। এই সরকার উন্নয়নের সরকার। এই সরকারের আমলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীভাতাসহ নানা ভাতা চালু করে মানুষের জীবনমান উন্নয়ন করা হয়েছে। এর আগে, কোনো সরকার এতো সহায়তা করেনি। একমাত্র শেখ হাসিনাই করেছেন। অন্যরা ফুটানির দল। সাহেবদের দল। তারা জনগণের পাশে থাকে না। তারা শহরে বাস করে। একমাত্র শেখ হাসিনাই গ্রামের দিকে নজর দিয়েছেন। গ্রামে গ্রামে সড়ক, ব্রিজ, কালভার্ট, টিউবওয়েল, ল্যাট্রিন থেকে শুরু করে যা প্রয়োজন সব করে দিচ্ছেন তিনি।

আরো পড়ুন:

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন জীবনের শেষ নির্বাচন জানিয়ে মন্ত্রী বলেন, সামনে নির্বাচন। শেখ হাসিনা সুযোগ দিলে আবারও আসবো। আমি যদি ভালো কাজ করে থাকি, উন্নয়ন করে থাকি তাহলে আমাকে মনে রাখবেন। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। আমি চাই আপনাদের সেবা করতে। দেশের উন্নয়নে মিলেমিশে সবাইকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চাই। 

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাদাত মান্নান অভি,  সম্পাদক হাসনাত হোসেন, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব প্রমুখ। 

মনোয়ার/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়