ঢাকা     সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ৯ নভেম্বর ২০২৩   আপডেট: ১৩:২৭, ৯ নভেম্বর ২০২৩
বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪ রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২২ রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম। 

তিনি বলেন, চলতি বছরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৭ হাজার ২৯৩ জন রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২২ জনের। সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১২৬ জন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৩৯ জন রোগী ভর্তি হলেও মৃত্যু হয়েছে ৪ জনের। এরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার ৪৮ বছর বয়সী ফাতেমা বেগম, ঝালকাঠীর কাঠালিয়া উপজেলার ২৭ বছর বয়সী মো. জাফর, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৮০ বছরের বৃদ্ধ আবদুল রশিদ ও পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ১৩ বছর বয়সী কিশোরী সাদিয়া আক্তার। 

এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১২২ রোগীর মধ্যে বরিশাল জেলার ৬৪ জন, পিরোজপুর জেলার ২০ জন, পটুয়াখালী জেলার ১৩ জন, বরগুনা জেলার ১২ জন, ঝালকাঠী জেলার ৬ জন, ভোলা জেলার ৫ জন, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ১ জন করে রয়েছেন।

জে. খান স্বপন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়