শ্যামাপূজায় গোপালগঞ্জে তৈরি হচ্ছে বিশালাকৃতির প্রতিমা
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আগামী ১২ নভেম্বর রোববার সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজা। আর এ পূজা করতে ৩২ হাত উচ্চতার বিশালাকৃতির শ্যামা দেবীর প্রতিমা তৈরি হচ্ছে গোপালগঞ্জে। বিশাল উচ্চতার এ প্রতিমা তৈরি করতে দিনরাত পরিশ্রম করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা দেখতে প্রতিদিনই ভিড় করছেন সাধারণ মানুষ। মুগ্ধ হচ্ছেন তারা।
এ পূজা নির্বিঘ্নে করতে নানা আয়োজন করছেন আয়োজকেরা। বিশালাকৃতির এ প্রতিমা তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ১৫ লাখ টাকা।
হিন্দু শাস্ত্রে আদ্যাশক্তির দেবী হচ্ছেন শ্যামা বা কালী। প্রতি বছর পুণ্য লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা মহা ধুমধামে এ পূজার আয়োজন করে থাকেন। তবে এ বছর একটু ব্যতিক্রম এ পূজার আয়োজন করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী উত্তরপাড়া গ্রামবাসী। বোড়াশী উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশের ৩২ হাত উচ্চতার বিশালাকৃতির শ্যামা দেবীর প্রতিমা স্থাপিত হচ্ছে। ১১ জন প্রতিমা শিল্পী দিনরাত পরিশ্রম করে দুর্গাপূজার দশমী থেকে খড়, চট, মাটি, বাঁশ-কাঠ, তুশ, শোলা দিয়ে তৈরি করছেন এ প্রতিমা। শ্যামা পূজার আগেই রং তুলির আচড়ে প্রতিমা ফুটিয়ে তুলবেন তারা।
এ পূজা জাঁকজমকভাবে করতে প্যান্ডেল, লাইটিংসহ বর্ণিল রূপে সাজানোর সকল প্রকারের প্রস্তুতি চলছে। ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের পাশাপাশি নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা। এ পূজা উপলক্ষে আয়োজন করা হয়েছে মাসব্যাপী গ্রাম্যমেলার।
প্রতিমা দেখতে আসা শিউলী বিশ্বাস বলেন, বোড়াশী গ্রামে এত বড় শ্যামা প্রতিমা তৈরি হচ্ছে শুনে দেখতে এসেছি। এত বড় প্রতিমা আগে কখনো দেখিনি। দেখে খুব ভাল লাগছে।
বোড়াশী গ্রামের কলেজ শিক্ষার্থী সম্পা বিশ্বাস বলেন, এর আগে ২২ হাত সরস্বতী প্রতিমা দেখলেও ৩২ হাত লম্বা শ্যামা প্রতিমা এই প্রথম দেখলাম। এছাড়া শ্যামা পূজা উপলক্ষে এখানে মাসব্যাপী মেলার আয়োজন করেছে। পূজার দিন এখানে আসবো, মেলা দেখবো।
পূজা উদযাপন কমিটির সদস্য ও আয়োজক নয়ন বিশ্বাস বলেন, এ পূজায় ব্যাপক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের আলোচনা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এ পূজা অনুষ্ঠিত হবে।
বাদল সাহা/টিপু