ঢাকা     শনিবার   ১২ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৭ ১৪৩১

হিলি বাজারে উঠেছে পেঁয়াজ পাতা, কেজি ৬০ টাকা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ১১ নভেম্বর ২০২৩  
হিলি বাজারে উঠেছে পেঁয়াজ পাতা, কেজি ৬০ টাকা

দিনাজপুরের হিলি বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন পেঁয়াজ পাতা। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। নতুন পেঁয়াজ পাতা পেয়ে খুশি সাধারণ ক্রেতারা।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, প্রায়ই দোকানে পেঁয়াজ পাতা উঠেছে। ৬০ কেজি দরে এসব পেঁয়াজ পাতা বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা।

আলাপকালে তারা জানান, পার্শ্ববর্তী পাঁচবিবি ও বিরামপুর থেকে পাইকারি ৫০ টাকায় কিনে ৬০ টাকা কেজি দরে পেঁয়াজ পাতা বিক্রি করছেন। নতুন পেঁয়াজের পাশাপাশি পেঁয়াজ পাতাও তরকারি হিসেবে ব্যবহার হয়ে থাকে। তাই এর চাহিদা বেশি।

হিলি বাজারে সবজি কিনতে আসা লুৎফর রহমান বলেন, সবজি কিনতে বাজারে এসেছি। পেঁয়াজ পাতা দেখে ৬০ টাকা কেজি দরে কিনলাম। পেঁয়াজ পাতার ভাজি খেতে খুবই ভালো লাগে।

সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, এক সপ্তাহ ধরে পেঁয়াজ পাতা বাজারে উঠেছে। বিরামপুর থেকে ৫০ টাকা কেজি দরে পাইকারি কিনে খুচরা ৬০ টাকায় বিক্রি করছি। শীতকালে পেঁয়াজ পাতার চাহিদা বেশি। বিক্রিও হচ্ছে ভালো।

মোসলেম/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়