ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

শ্রীপুরে বিএনপির মশাল মিছিল

কালীগঞ্জে (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ১২ নভেম্বর ২০২৩   আপডেট: ১০:৫৮, ১২ নভেম্বর ২০২৩
শ্রীপুরে বিএনপির মশাল মিছিল

বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের সমর্থনে গাজীপুরের শ্রীপুরে মাওনা সংযোগ সড়কে মশাল জ্বালিয়ে মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে সংগঠনটির শতাধিক নেতাকর্মী অংশ নেন।

শনিবার (১১ নভেম্বর) রাতে শ্রীপুর পৌর শহরের শ্রীপুর মাওনা সংযোগ সড়কে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান খান টিটুর নেতৃত্বে এ মশাল মিছিল বের করা হয়। 

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে অল্প সময়ে ঝটিকা মশার মিছিল করেছে কিছুসংখ্যক নেতাকর্মী। পুলিশের উপস্থিতি পেয়ে সটকে পড়ে তারা।

মশিউর রহমান খান টিটু বলেন, চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়েছে। আন্দোলন ত্বরান্বিত করতে নেতাকর্মীরা সব সময় রাজপথে অবস্থান করবে।

রফিক/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়