ঢাকা     সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

নরসিংদীতে প্রধানমন্ত্রীর জনসভা, সমাবেশস্থলে লাখো মানুষের ভিড়

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১২ নভেম্বর ২০২৩   আপডেট: ১২:৫২, ১২ নভেম্বর ২০২৩
নরসিংদীতে প্রধানমন্ত্রীর জনসভা, সমাবেশস্থলে লাখো মানুষের ভিড়

নরসিংদীর ঘোড়াশাল সার কারখানা উদ্বোধন শেষে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ নভেম্বর) দুপুর ২টার পরে সমাবেশ শুরুর কথা থাকলেও ভোর থেকেই সমাবেশস্থলে ভিড় জমিয়েছেন জেলা সদর ও উপজেলাসহ বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ। এদিকে, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকে ঢাকা-সিলেট মহাসড়ক ও ডিসি রোড এলাকার বিভিন্ন সড়ক দিয়ে মিছিলে ও স্লোগানে নেতাকর্মীরা সমাবেশস্থলে যাচ্ছেন। লাল-সবুজ টি-শার্ট ও মাথায় ক্যাপ পরে কেউ পায়ে হেঁটে, কেউবা পিকআপ, ট্রাক ও বাসযোগে জনসভায় যাচ্ছেন।

মিছিলে বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা আছেন। পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরাও জনসভাস্থলে আসতে শুরু করেছেন।

নরসিংদীর জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন বলেন, প্রধানমন্ত্রীকে বরণে আমাদের সকল প্রস্তুতি শেষ। লাখো মানুষ প্রধানমন্ত্রীর অপেক্ষায় স্টেডিয়ামে বসে আছেন। এযাবৎ কালের সবচেয়ে বড় জনসমাগম হবে আজ।

হৃদয়/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়