ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

রেলসেতুতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল ৫ স্লিপার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ১৩ নভেম্বর ২০২৩   আপডেট: ১৫:০৫, ১৩ নভেম্বর ২০২৩
রেলসেতুতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল ৫ স্লিপার

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গোলাঘাট এলাকায় মাটিকাটা নদীর ওপর নির্মিত রেলসেতুতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে সেতুর ৫টি স্লিপার পুড়ে গেছে।

সোমবার (১৩ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। এদিকে, পুড়ে যাওয়া স্লিপার দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নতুন স্লিপার লাগিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ভোররাতে রেলসেতুতে টায়ার জ্বালিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। রেলওয়ে সংশ্লিষ্টরা পাহারার সময় আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় নিভিয়ে ফেলে।

কাওরাইদ রেলওয়ের স্টেশন এলাকার ৭নং গেটের দায়িত্বে থাকা মো. সোহেল মিয়া বলেন, আগুনে রেলসেতুর ৫টি স্লিপার পুড়ে গেছে। স্লিপার পুড়ে যাওয়ায় ট্রেন চলাচলে ঝুঁকি থাকায় দ্রুত সময়ের মধ্যে নতুন স্লিপার লাগানো হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, ভোররাতে রেলসেতুতে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রফিক/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়