ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বান্দরবানে সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত 

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৪ নভেম্বর ২০২৩  
বান্দরবানে সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত 

বান্দরবানে ‘মাহা ওয়াগ্যোয়ই পোয়ে’ উপলক্ষে সংগীত প্রতিভা অন্বেষা প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে প্রথম হয়েছেন ক্যসুইথুই মারমা, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন রাঙ্গামাটি রাজস্থলীর রানা তংচংগ্যা ও উচওয়ে মার্মা।

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে বান্দরবান মার্মা শিল্পী গোষ্ঠীর আয়োজনে এ অনুষ্ঠান হয়েছে।

প্রধান অতিথি পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এর সহধর্মিণী ড মে হ্লা তার বক্তব্যে বলেন, গান চর্চার মাধ্যমে ভয় ও জড়তা কাটিয়ে উঠতে পারলে ভবিষ্যতে আরও ভালো শিল্পী হয়ে সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখতে পারবে।

ওয়াল্টন প্লাজার চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক (ডিসিএম) হুমায়ুন কবির খান বলেন, দেশের যেকোনো প্রান্তে হোক, ওয়াল্টন প্লাজা সবসময় সাংস্কৃতিক অঙ্গনে পাশে থাকে। শুধু সাংস্কৃতিক অঙ্গনেই নয় খেলাধুলা, সামাজিক অনুষ্ঠানেও সবসময় ওয়াল্টন প্লাজাকে পাবেন বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সহধর্মিণী ড কি কি এ, জেলা পরিষদ সদস্য সিংইয়ং ম্রো ও ওয়াল্টন প্লাজার রিজিওনাল সেলস ম্যানেজার নজরুল ইসলাম ও রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মনিরুল ইসলাম। 

/চাইমং/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়