ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বরগুনায় নাশকতার পরিকল্পনায় আইনজীবী কারাগারে 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ১৬ নভেম্বর ২০২৩   আপডেট: ০৯:৩৩, ১৬ নভেম্বর ২০২৩
বরগুনায় নাশকতার পরিকল্পনায় আইনজীবী কারাগারে 

বরগুনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে মুহাঃ রুহুল আমীন নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

বুধবার (১৫ নভেম্বর) বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান। 

গ্রেপ্তারকৃত ওই আইনজীবী বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও জেলা আইনজীবী সমিতির সদস্য বলে জানিয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুল বারেক বলেন, নাশকতার পরিকল্পনায় অংশগ্রহণ করায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নাশকতার পরিকল্পনার সন্দেহে আইনজীবী মুহাঃ রুহুল আমীনকে বরগুনা শিল্পকলা একাডেমির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

এ বিষয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান বলেন, নাশকতা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুই আইনজীবীকে আদালত কারাগারে পাঠিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনা সদর থানার পুলিশ সবসময় তৎপর রয়েছে।

এ বিষয় বরগুনা জেলা আইনজীবী সমিতি থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি ।

জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক বলেন, নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের পর আইনজীবীদেরকেও এখন হয়রানি করা হচ্ছে। আইনজীবী মুহাঃ রুহুল আমীন বিএনপির সাথে সম্পৃক্ত নয়। নেতাকর্মীদের পর আইনজীবীরাও ঘর ছাড়া অবস্থা এখন।

ইমরান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়