ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

টেকনাফে দেয়াল ধসে একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ১৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:৫৪, ১৭ নভেম্বর ২০২৩
টেকনাফে দেয়াল ধসে একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজারের টেকনাফে মাটির দেয়াল ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১নং ওয়ার্ড মরিচ্যাঘোনায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৪৮), ছেলে শাহিদুল মোস্তফা (২১), মেয়ে নিলুফা ইয়াসমিন (১৭) ও সাদিয়া সুলতানা (১০)।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টি হওয়ায় মাটির ঘরের দেয়াল নরম হয়ে যায়। পরে দেয়াল ধসে আনোয়ারা বেগম ও তার তিন সন্তান মারা যায়। থানায় খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, মাটির দেয়ালের নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারেকুর/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়