ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ঘূর্ণিঝড় মিধিলি: কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:৪৪, ১৭ নভেম্বর ২০২৩
ঘূর্ণিঝড় মিধিলি: কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. ইমাম উদ্দিন।

পড়ুন:  ঘূর্ণিঝড় মিধিলি: বন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

তিনি বলেন, কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি আজ দুপুর নাগাদ উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে। এর প্রভাবে, কক্সবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

আরো পড়ুন:

ইমাম উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেন তিনি।

আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় মিধিলি বর্তমানে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৯৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এর কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে।

তারেকুর/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়