কলাপাড়ায় বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর কলাপাড়ায় বাসের ধাক্কায় ফখরুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শেখ কামাল সেতুর ওপরে এ ঘটনা ঘটে। ফখরুল ইসলাম সুনামগঞ্জের ছাতক থানার আকিপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পথচারী ফখরুল শেখ কামাল সেতুর ওপরে ছিল। এসময় কুয়াকাটা থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ইমরান/কেআই