ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ছেলের জন্য মনোনয়নপত্র কিনলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ১৮ নভেম্বর ২০২৩  
ছেলের জন্য মনোনয়নপত্র কিনলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

নিজের আসনে ছেলে মাহবুব রহমান রুহেল জন্য মনোনয়নপত্র কিনেছেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শনিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এতথ্য নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

চট্টগ্রামের রাজনৈতিক সংশ্লিষ্টরা জানান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে রুহেল মীরসরাইয়ের পাশাপাশি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সক্রিয় সদস্য। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্নেহভাজন হিসেবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করার সক্ষমতা দেখিয়েছেন তিনি। গত কয়েক বছরে মীরসরাই তথা চট্টগ্রামের তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন রুহেল। সেই কারণে হয়তো রুহেলের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। 

মনোনয়নপত্র কেনার সময় মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেকে চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভুঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক এনায়েত নয়ন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম, সাবেক মেয়র ভিপি নিজাম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান কাইজার, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়