ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

সরকারের পাতানো ফাঁদে পা দেবে না জাতীয় পার্টি: মোস্তফা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ১৮ নভেম্বর ২০২৩  
সরকারের পাতানো ফাঁদে পা দেবে না জাতীয় পার্টি: মোস্তফা

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‌‘দালালি করে যদি নির্বাচনে অংশ নিতে হয় তবে, জাতীয় পার্টিকে ১০ মন্ত্রীসহ ১০০ আসন ছেড়ে দিতে হবে। অন্যথায় সরকারের পাতানো ফাঁদে পা দেবে না জাতীয় পার্টি।’

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রংপুরের সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা-মহানগরসহ সব অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক যৌথ কর্মী সভায় এসব কথা বলেন তিনি। নগরীর ৩৩টি ওয়ার্ড এবং আট উপজেলা থেকে আসা সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে একজন ছাড়া সবাই বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়ে নিজেদের মতামত দেন।

মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, কয়েকদিন আগে ঢাকায় জাতীয় পার্টির যৌথ সভায় যে আলোচনা হয়েছে তা মাঠ পর্যায়ে জানাতে আজকের সভা। 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অর্থাৎ দলের চেয়ারম্যান জিএম কাদেরের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে তা মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত। এজন্য আন্দোলন অথবা নির্বাচন দুইটির প্রস্তুতি নিতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এসময় আন্দোলন ও নির্বাচন এই দুই প্রস্তুতি রাখার কথা জানিয়ে কর্মীরাও হাই কমান্ডের প্রতি অনুরোধ করেন রংপুর অঞ্চলের সব আসন ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি নিশ্চিত করে তারপরে যেন জোটে যোগ দেয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব আব্দুর রাজ্জাক।

রংপুর অঞ্চল জাতীয় পার্টির নেতারা বলেন, আওয়ামী লীগ নিজেদের সুবিধার জন্য জাতীয় পার্টিকে জোটে নিয়ে ধ্বংস করেছে। তারা আর আওয়ামী লীগের পাতানো ফাঁদের সিঁড়ি হতে চান না। পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রতি আস্থা রেখে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরাও প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তারা।

এছাড়াও পার্টির ভেতরে থাকা কিছু নেতারা যদি জিএম কাদেরকে বাদ দিয়ে সরকারের সঙ্গে লিয়াজু করার চেষ্টা করেন তাহলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন রংপুর জাতীয় পার্টির নেতারা। 

আমিরুল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়