ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কুমিল্লায় ঘূর্ণিঝড়ের সময় গাছ পড়ে নারীসহ নিহত ২ 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ১৮ নভেম্বর ২০২৩   আপডেট: ২০:৪৩, ১৮ নভেম্বর ২০২৩
কুমিল্লায় ঘূর্ণিঝড়ের সময় গাছ পড়ে নারীসহ নিহত ২ 

কুমিল্লার লালমাইয়ে ঘূর্ণিঝড় মিধিলি’র সময় দুটি ঘরের ওপর গাছ পড়ে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বেলঘর ইউনিয়নের ধানোরা গ্রামে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়ারা হলেন- ধানোরা গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন (৪৫) এবং পাশের বাড়ির মোসা. আনোয়ারা বেগম (৭০)। ঘূর্ণিঝড়ের কারণে গ্রামটিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় খবরটি পরদিন দুপুরের পর জানাজানি হয়।

আরো পড়ুন:

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাস জানান, গতকাল রাত ৩টার দিকে একই গ্রামের দুটি বাড়ির ওপর গাছ উপড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় খবরটি আমরা শনিবার দুপুরে জানতে পেরেছি। খবর পেয়ে মারা যাওয়া দুটি পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমরা ওই গ্রামে যাই। দুটি পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

রুবেল/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়