ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

হেলে পড়া গাছ অপসারণ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ১৮ নভেম্বর ২০২৩  
হেলে পড়া গাছ অপসারণ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীর দশমিনায় ঘূর্ণিঝড় মিধিলি’র তাণ্ডবে হেলে পড়া গাছ অপসারণের সময় গাছের চাপায় নাসির হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মুসলিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া নাসির একই এলাকার রাজ্জাক হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের সামনের সোনালী ব্যাংকের পেছনের মুসলিমপাড়া এলাকার হাদি প্যাদার ঘরের ওপর তার প্রতিবেশীর একটি রেইনট্রি গাছ হেলে পড়ে। আজ সকালে হেলে পড়া ওই গাছটি অপসারণ করতে ওঠেন শ্রমিক নাসির হাওলার। এসময় ওই রেইনট্রি গাছ ও পাশে থাকা অন্য একটি নারিকেল গাছের সঙ্গে চাপা পড়েন তিনি। পরে দশমিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই শ্রমিককে মৃত অবস্থায় গাছ থেকে উদ্ধার করে।

আরো পড়ুন:

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়