ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

যৌথ আয়োজনে বক্তারা

সম্প্রীতির বন্ধন কখনোই নষ্ট হবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ১৮ নভেম্বর ২০২৩   আপডেট: ২২:১৫, ১৮ নভেম্বর ২০২৩
সম্প্রীতির বন্ধন কখনোই নষ্ট হবে না

জোড়াসাঁকো থেকে শিলাইদহ গঙ্গা-পদ্মা সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমের আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে যশোর শহরের একটি অভিজাত হোটেলের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত সাংবাদিক ও সাংস্কৃতিককর্মীদের সাথে যশোরের সাংস্কৃতিককর্মীদের দুই বাংলার সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার লক্ষে নানামুখী আলোচনা হয়। মতবিনিময় সভার যৌথ আয়োজন করে ‘বাংলা ওয়ার্ল্ড ওয়াইড’ ও ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামে দুটি সংগঠন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে সারা বিশ্বের মধ্যে একটি সম্মানের জায়গায় নিয়ে গেছে। ১৯৭১ সালে যারা পাক হানাদার বাহিনী সাথে একত্রিত হয়ে এ দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করেছিল তারা আবারও আগামী সংসদ নির্বাচনকে সমানে রেখে গাড়ি ভাংচুর, জ্বালাও পোড়াও শুরু করেছে। সাংস্কৃতিক সক্রিয় লড়াই দিয়ে আমরা এদেরকে পরাজিত করবো।

ভারত ও বাংলাদেশের সম্প্রীতির বিষয়ে বক্তারা বলেন, ভারতে সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুসুলভ। দুই দেশের সরকার যথাযথ ভূমিকা রাখলে দুই বাংলার সম্প্রীতির বন্ধন কখনোই নষ্ট হবে না। ভারত ও বাংলাদেশ সীমান্ত প্রতিনিয়ত বিনা বিচারে যে মানুষ হত্যা হয় এটি পুরোপুরিভাবে বন্ধ করা গেলে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, দুই দেশের সরকারকে সম্প্রীতি রক্ষায় আরও সচেতন হতে হবে। সম্প্রীতি নষ্ট করার মূল কারণ হলো মৌলবাদী। বর্তমান সমাজকে আমরা এই মৌলবাদীদের থেকে যত দূরে রাখতে পারবো ততই আমাদের বাঙালি সংস্কৃতি ও সম্প্রীতি বন্ধন নিরাপদ থাকবে। এ বন্ধনে যত প্রতিবন্ধকতা আসবে আমাদের আপামর জনতার শক্তি দিয়ে তা মোকাবেলা করে এগিয়ে যাওয়া সম্ভব। সবশেষে দুই বাংলার বাঙালীদের আন্তরিকতা, যোগাযোগ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সাংস্কৃতিক সম্প্রীতির বন্ধন রক্ষায় দুই দেশের মানুষের সহযোগিতা কামনা করেন বক্তারা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভারতীয় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অশোক গাঙ্গুলি, ভারতীয় অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি চামেলি গাঙ্গুলি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সাবেক ভিসি অধ্যাপক অশোক ঠাকুর, কোলকাতা প্রেসক্লাবের সভাপতি শ্রী স্নেহাশীষ সুর, সম্প্রীতি বাংলাদেশ যশোর জেলা শাখার আহবায়ক দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল, সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মামুন আল মাহেদা।

এ সময় আগত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আনন্দবাজার পত্রিকার সাবেক চিফ রিপোর্টার ড. দেবদূত ঘোষ ঠাকুর, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের কনভেনর শ্রী সৌম্যব্রত দাস, কো-অর্ডিনেটর শ্রীমতি অর্পিতা কাঞ্জিলাল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শ্রী দিপঙ্কর কাঞ্জিলাল, জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিত শোভন রায়, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক সোমা সুরসহ কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সামাজিক সংগঠকবৃন্দ।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়