ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে বিএনপির মশাল মিছিল থেকে ছাত্রদল নেতা আটক

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ১৯ নভেম্বর ২০২৩  
ফরিদপুরে বিএনপির মশাল মিছিল থেকে ছাত্রদল নেতা আটক

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে ফরিদপুরে মশাল মিছিলের আয়োজন করে জেলা বিএনপি। সেই মিছিল থেকে শাওন নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে টেপাখোলার ইয়াসিন কলেজের পূর্ব পাশের সড়ক থেকে মশাল মিছিল বের হয়। পথিমধ্যে জেলা পরিষদ মার্কেটে পৌঁছালে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, হরতালের সমর্থনে বিএনপি নেতারা মশাল মিছিল বের করার চেষ্টা করে। এসময় শাওন নামে একজনকে আটক করা হয়েছে।

তামিম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়