ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

হরতাল: চট্টগ্রামে যান চলাচল স্বাভাবিক 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ১৯ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:১৬, ১৯ নভেম্বর ২০২৩
হরতাল: চট্টগ্রামে যান চলাচল স্বাভাবিক 

ছবি: রাইজিংবিডি

বিএনপির দুইদিনের হরতালের প্রথম দিনে প্রভাব নেই বন্দরনগরী চট্টগ্রামে। নগরী এবং জেলার বিভিন্ন উপজেলার সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কর্মসূচি পালনে বিএনপি নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। 

রোববার (১৯ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোথাও হরতালের প্রভাব পড়েনি। নগরীর সর্বত্র যানবাহন চলাচল করছে। নগরীতে রিকশা, অটোরিকশাসহ অন্যান্য গণপরিবহনের বাস চলাচল করছে। তবে চট্টগ্রাম থেকে আন্তজেলা বাস চলাচল করছে সীমিত। মূলত যাত্রী স্বল্পতার কারণে বাস চলাচল কম করছে বলে জানিয়েছেন বাস শ্রমিকরা।  চট্টগ্রাম থেকে বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাকও চলাচল করছে স্বাভাবিকভাবে।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান বলেন, চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটের বাস চলাচল করছে। তবে দূরপাল্লার বাসও চলাচল করছে । 

এদিকে, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নগরীর কোথাও কোনো মিটিং মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

/রেজাউল/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়