ফজরের নামাজ পড়া হলো না বাচ্চুর
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর সুবর্ণচরে মাইক্রোবাসের চাপায় নুরুল হক বাচ্চু (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২০ নভেম্বর) ভোররাতে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নুরুল হক বাচ্চু উপজেলার চরজুবলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল লতিফের ছেলে। চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়ারেছ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতের দিকে ফজরের নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বাচ্চু। ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আব্দুল ওয়ারেছ বলেন, ভোররাতের দিকে অজ্ঞাত কোনও গাড়ি ওই মুসল্লিকে চাপা দিয়ে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
সুজন/কেআই