ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২০ নভেম্বর ২০২৩  
শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের শৈলকুপায় বালু বোঝায় ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান যশোর জেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে তিন যুবক গাড়াগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে তিন আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি নামের ওই যুবক মারা যান। আহত দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের সার্জন ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহরিয়ার/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়