ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

বগুড়ায় চোর সন্দেহে গণপিটুনিতে কিশোর নিহত

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২০ নভেম্বর ২০২৩   আপডেট: ১৫:১৭, ২০ নভেম্বর ২০২৩
বগুড়ায় চোর সন্দেহে গণপিটুনিতে কিশোর নিহত

ফাইল ছবি

বগুড়ায় চোর সন্দেহে গণপিটুনিতে এক কিশোর (১৭) নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৯ নভেম্বর) রাতে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে ওই কিশোর কাজী নুরইল গ্রামের মন্টুর বাড়িতে যায়। এ সময় চোর ঢুকেছে সন্দেহে মন্টু চিৎকার করলে তার বড় ভাই আশরাফুল ঘর থেকে বেরিয়ে আসে। লোকজন দেখে ভয়ে ওই কিশোর বাড়ির কাঁঠাল গাছে উঠে পড়ে। পরবর্তীতে গাছ থেকে নামিয়ে তাকে মারধর করা হয়। চোর ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে গ্রামের আরও লোকজন জড়ো হয়ে ওই কিশোরকে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে ঘটনাস্থল থেকে নিয়ে এসেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এনাম/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়