ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন  

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ২০ নভেম্বর ২০২৩  
নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন  

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মামুন হোসেন নামে এক যুবক (৩০) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে। 

নিহত মামুন নওগাঁ সদর উপজেলার মাতাসাগর গ্রামের জুয়েল মন্ডলের ছেলে। তিনি প্রাণ কোম্পানিতে সেলসম্যানের চাকরি করতেন।

মারা যাওয়া মামুনের ভাই তৌফিক জানান, মামুন হোসেন প্রাণ কোম্পানিতে চাকরি করতেন। সারাদিন বিভিন্ন স্থানে কাজ করার পর অফিসে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসনে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন:

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহম্মেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ বর্তমানে সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে। 

সাজু/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়