জয়পুরহাটে ছেলের ‘কুড়ালের’ আঘাতে আহত বাবার মৃত্যু
জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জয়পুরহাটের কালাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের ‘কুড়ালের’ আঘাতে গুরুতর আহত আব্দুল আলিম (৪২) নামে এক বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২২ নভেম্বর) সকালে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পালাতক।
নিহত বাবা আব্দুল আলিম উপজেলার উদয়পুর ইউনিয়নের আনিপুকুর এলাকার মৃত আবু বক্করের ছেলে। অভিযুক্ত ছেলের নাম রেজভি।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান, নিহত আব্দুল আলিমের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ছেলে রেজভি প্রায় জমির ভাগ নিয়ে বাবা আব্দুল আলিমের সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হতেন। এরই জেরে, গত সোমবার রাতে বাড়িতে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রেজভি তার বাবা আব্দুল আলিমকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করেন। এসময় আব্দুল আলিমের দ্বিতীয় স্ত্রী তাসলিমা বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও আঘাত করেন রেজভি। এতে তিনিও আহত হন। পরে আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে রেজভি পালিয়ে যান। আহতদের প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিম বুধবার সকালে মারা যান। তাছলিমা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শামীম/মাসুদ