ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

হবিগঞ্জে ৬১ লাখ মণ রোপা আমন সংগ্রহের সম্ভাবনা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ২৩ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:৫৩, ২৩ নভেম্বর ২০২৩
হবিগঞ্জে ৬১ লাখ মণ রোপা আমন সংগ্রহের সম্ভাবনা

হবিগঞ্জ জেলায় এবছর ৬১ লাখ ১৭ হাজার ৭২৫ মণ রোপা আমনের ধান সংগ্রহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধানের বাজার মূল্য ধরা হয়েছে ৭৬৪ কোটি টাকা।

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, জেলার ৯ উপজেলায় রোপা আমন চাষ হয়েছে ৮৮ হাজার ২৫৮ হেক্টর জমিতে। ইতোমধ্যে মাধবপুর, চুনারুঘাট, নবীগঞ্জ ও লাখাই উপজেলার হাওরে ধান কাটা শুরু হয়েছে।

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আশেক পারভেজ জানান, রোপা আমন মৌসুমে চারটি উপজেলার হাওরে চাষ করা আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। যেসব জমিতে ব্রি ধান চাষ হয়েছিল, সেগুলো এখন কাটা হচ্ছে। এখন পর্যন্ত ধান কাটার পরিমাণ ১৫ শতাংশ। এবার প্রতি হেক্টর জমি থেকে সোয়া ৩ মেট্রিক টন হিসেবে জেলায় ২ লাখ ৪৪ হাজার ৭০৯ টন ধান তোলার সম্ভাবনা রয়েছে। মণের হিসাবে মোট ধান উৎপাদন হবে ৬১ লাখ ১৭ হাজার ৭২৫ মণ।

আরো পড়ুন:

তিনি আরও জানান, এবার সরকার প্রতি মণ ধানের মূল্য ১২০০ টাকা নির্ধারণ করেছে। তবে, বর্তমান বাজারে ১০৫০ থেকে ১১৫০ টাকা দরে ধান ক্রয়-বিক্রয় হচ্ছে। সরকারি দরে হবিগঞ্জ জেলায় লক্ষ্যমাত্রা অনুযায়ী দান উৎপাদন হবে প্রায় ৭৩৪ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকার।

মামুন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়