ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

জাপার কো-চেয়ারম্যান হলেন রসিক মেয়র মোস্তফা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ২৩ নভেম্বর ২০২৩  
জাপার কো-চেয়ারম্যান হলেন রসিক মেয়র মোস্তফা

রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে দলটির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, দুপুরে পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নু রসিক মেয়রের হাতে কো-চেয়ারম্যান পদে নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্বাক্ষরিত নিয়োগপত্রে বলা হয়েছে, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে আপনাকে (মোস্তাফিজার রহমান মোস্তফা) কো-চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। আমরা বিশ্বাস করি উক্ত পদে থেকে আপনি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন। সেই সঙ্গে আপনি পার্টির সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।’

আরো পড়ুন:

প্রসঙ্গত, মোস্তাফিজার রহমান মোস্তফা ২০১৭ ও ২০২২ সালের নির্বাচনে জাতীয় পার্টির হয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। তিনি জাতীয় পার্টি রংপুর জেলার আহ্বায়ক ও মহানগরের সভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়