ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

তাজরিন ট্র্যাজেডির ১১ বছর, নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ২৪ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:৫৭, ২৪ নভেম্বর ২০২৩
তাজরিন ট্র্যাজেডির ১১ বছর, নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

সাভারে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনে ভয়াবহ আগুনে শতাধিক শ্রমিক পুড়ে মারা যাওয়ার ১১তম বার্ষিকী আজ। 

২০১২ সালের ২৪ নভেম্বর এই অগ্নিকাণ্ডে ১১৩ জন শ্রমিক নিহত হন। সেদিনের এ ঘটনায় নিহতদের পরিবার আজও শোকাভিভূত। আহতদের অনেকেই এখন মানবেতর দিন পার করছেন। আহত হন শতাধিক শ্রমিক। তখন থেকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি ও হতাহত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছে শ্রমিক সংগঠনগুলো।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনের প্রধান ফটকের সামনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে আহত শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এসময় তাদের সঙ্গে বেশ কয়েকজন নিহতদের স্বজন উপস্থিত ছিলেন।

মোমবাতি প্রজ্জলন শেষে নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবন ভেঙে আহত শ্রমিকদের বাসস্থান নির্মাণ, ন্যায্য ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এ সময় বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, সাভার- আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরিফুল ইসলাম সাব্বির/টিপু 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়