ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

চাঁদপুরে মেজর অব. রফিকের আসনে নৌকা চান ১৩ জন 

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ২৪ নভেম্বর ২০২৩   আপডেট: ১০:৪৫, ২৪ নভেম্বর ২০২৩
চাঁদপুরে মেজর অব. রফিকের আসনে নৌকা চান ১৩ জন 

চাঁদপুর-৫ আসনে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন চাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদন্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমসহ ১৩ জন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর রফিক যতদিন জীবিত আছেন, এই আসনে তার বিকল্প তিনি নিজেই। অতএব মনোনয়ন ফরম উত্তোলন করা মানেই এই নয় যে তারা নৌকা পেয়ে যাবেন। তবুও আসনটিতে হেভিওয়েট প্রার্থী হিসেবে মেজর রফিক ছাড়াও রয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূর জাহান মুক্তা, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মামুন আলম, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, জেলা আওয়ামী লীগে উপদেষ্টা ইঞ্জিনিয়ার শফিকুর রহমান।

হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার আওয়ামীলীগের নেতাকর্মীরা আরও জানান, চাঁদপুর-৫ আসনে নৌকা পেতে মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের সদ্য পদত্যাগকৃত চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ এমএ আউয়াল মজুমদার, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য শফিকুল আলম ফিরোজ, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য অ্যাডভোকেট ফরিদ উদ্দিন, দুদকের সাবেক মহাপরিচালক এম এইচ সালাউদ্দিন, কেন্দ্রিয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য অধ্যাপক এ. কে. এম ফজলুল হক, এফবিসিসিআই সদস্য শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য আব্দুর রব মিয়ার ছেলে খালেদুর রব মিঠু।

এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন বলেন, আমার যথেষ্ট জনসমর্থন আছে এবং নেতাকর্মী ও সমর্থকরা আমার সঙ্গে আছেন। আমি বিশ্বাস করি দলের মনোনয়ন পেলে যেভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম ঠিক একইভাবে সংসদ নির্বাচনেও আমি জয়লাভ করবো।

এ বিষয়ে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আমরা নৌকার লোক। জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমরা তাঁর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তবে শাহরাস্তিতে বর্তমান সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসবপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তমের বিকল্প আর কেউ নেই। তিনি এ আসনের ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনা তাকেই মনোনয়ন দেবেন।

জয়/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়