ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

কমলগঞ্জে ট্রেনের ইঞ্জিনে ত্রুটি, ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ২৬ নভেম্বর ২০২৩   আপডেট: ০৮:৪৩, ২৬ নভেম্বর ২০২৩
কমলগঞ্জে ট্রেনের ইঞ্জিনে ত্রুটি, ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলস্টেশনে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের শর্টহুড লাইটে সমস্যা দেখা দেয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ ৪ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমদ।

জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে আসলে সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে। এসময় ট্রেনের ইঞ্জিনের শর্টহুড লাইট বিকল হয়ে পড়ে। প্রায় ৪ ঘণ্টা পর কুলাউড়া থেকে উদ্ধারকারী ইঞ্জিন এসে পারাবত এক্সপ্রেসকে নিয়ে যায়।

হামিদ/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ