ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

স্ত্রী ও শাশুড়ি হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ২৬ নভেম্বর ২০২৩  
স্ত্রী ও শাশুড়ি হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়ায় স্ত্রী রিতু ও শাশুড়ি পারভীনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আসামি আল মামুন মোহনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে এ মামলার রায় দেন আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) শাহেদুল করিম। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া বলেন, ২০২০ সালের ১৩ মে ফরিদগঞ্জ থানার গৃদকালিন্দিয়ায় সেলিম খানের তৃতীয় তলার ভবনের নিচতলার সামনে ইফতারের সময় স্ত্রী ও শাশুড়িকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন যুবক মোহন। মামলায় ২৮জন স্বাক্ষী সাক্ষ্য দেন। পরবর্তীতে সকল আইনী প্রক্রিয়া শেষে আদালত এই বিচারিক রায় দেন। রায়ে মামলার বাদী পক্ষ অত্যন্ত খুশি হয়েছেন।
 

আরো পড়ুন:

অমরেশ/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়