ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ২৬ নভেম্বর ২০২৩  
১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে: ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটি’র সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। ওবাইদুল কাদের কি বলেছেন, সেটা তিনিই ভালো জানেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। এছাড়া, ওই চিঠিতে বলা আছে, প্রয়োজন হলে আওয়ামী লীগের প্রতীক নৌকা শরিক দলের প্রার্থীরা ব্যবহার করতে পারবে।’

রোববার (২৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে সহকারি রিটানিং অফিসার আকাশ কুমার কুন্ডুর কাছে আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের মনোনয়নপত্র দাখিল শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

ইনু বলেন, বিএনপি-জামায়াত এখনো নাশকতা চালিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশের রাজনীতি এখনো নিরাপদ নয়। তাই জোটের দরকার আছে। আমরা এখন পর্যন্ত জোটবদ্ধভাবে খুব শক্তিশালী অবস্থান নিয়ে নির্বাচনের মাঠে আছি। জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে আবারও নৌকা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবেন বলেও জানান তিনি।

আরো পড়ুন:

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য আফরোজা হক রিনা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, পৌর মেয়র আনোয়ারুল কবীর টুৃটুল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. হাফিজ তপন প্রমুখ।

কাঞ্চন/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়