১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে: ইনু
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটি’র সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। ওবাইদুল কাদের কি বলেছেন, সেটা তিনিই ভালো জানেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। এছাড়া, ওই চিঠিতে বলা আছে, প্রয়োজন হলে আওয়ামী লীগের প্রতীক নৌকা শরিক দলের প্রার্থীরা ব্যবহার করতে পারবে।’
রোববার (২৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে সহকারি রিটানিং অফিসার আকাশ কুমার কুন্ডুর কাছে আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের মনোনয়নপত্র দাখিল শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
ইনু বলেন, বিএনপি-জামায়াত এখনো নাশকতা চালিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশের রাজনীতি এখনো নিরাপদ নয়। তাই জোটের দরকার আছে। আমরা এখন পর্যন্ত জোটবদ্ধভাবে খুব শক্তিশালী অবস্থান নিয়ে নির্বাচনের মাঠে আছি। জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে আবারও নৌকা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবেন বলেও জানান তিনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য আফরোজা হক রিনা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, পৌর মেয়র আনোয়ারুল কবীর টুৃটুল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. হাফিজ তপন প্রমুখ।
কাঞ্চন/মাসুদ
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম