নাটোর-১ আসন
আ.লীগের প্রার্থী পরিবর্তনের দাবিতে ট্রেন অবরোধ
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরের লালপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির আনন্দমিছিল থেকে হামলা করার অভিযোগ উঠেছে। রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আবদুলপুর বাজারে ঘটনাটি ঘটে। এতে মনোনয়নবঞ্চিত নেতার পাঁচ কর্মী-সমর্থক আহত হয়েছেন। এর আগে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা আবদুলপুর রেলস্টেশনে তিনটি ট্রেন অবরোধ করেন। আধঘণ্টা পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। বিকেল ৪টার দিকে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
লালপুর থানা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়। এর পরপরই মনোনয়নপ্রত্যাশী লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদের সমর্থকেরা আবদুলপুর রেলস্টেশন বাজারে প্রতিবাদ মিছিল করেন। কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৫টার দিকে সংসদ সদস্য শহিদুল ইসলামের ১৫-২০ জন সমর্থক সেখানে আনন্দমিছিল বের করেন। মিছিল থেকে হঠাৎ করেই শামীম আহমেদের সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এতে পাঁচজন আহত হন। খবর পেয়ে আবদুলপুর ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশ লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বলেন, ‘আনন্দমিছিলে বর্তমান সংসদ সদস্যের মনোনয়ন পাওয়া নিয়ে তাঁর নামে স্লোগান দেওয়া হচ্ছিল। এ সময় আমি বাজারে আমার ব্যক্তিগত কার্যালয়ে বসেছিলাম। হামলাকারীরা খুব অল্প সময়ের মধ্যে পাঁচজনকে গুরুতর জখম করে পালিয়ে যায়।’
এর আগে আওয়ামী লীগের দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে বিকেলে ট্রেন অবরোধ করে বিক্ষোভ হয়। লালপুরের চংধুপইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের নেতৃত্বে বিক্ষোভকারীরা আবদুলপুর জংশনে যাত্রীবাহী ‘উত্তরা এক্সপ্রেস’ ট্রেন অবরোধ করেন। এ সময় দুই পাশে আরও দুটি ট্রেন রাজশাহী থেকে ঢাকাগামী ‘পদ্মা’ ও খুলনা থেকে চিলাহাটিগামী ‘খুলনা মেইল’ আটকা পড়ে। আধঘণ্টা পর পুলিশ এসে রেললাইন থেকে অবরোধকারীদের সরিয়ে দেয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। ট্রেন চলাচল এখন স্বাভাবিক আছে।
আরিফুল/মাসুদ
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম