ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

যশোর-৪ আসনে নৌকার মাঝি এনামুল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ২৬ নভেম্বর ২০২৩   আপডেট: ২২:২২, ২৬ নভেম্বর ২০২৩
যশোর-৪ আসনে নৌকার মাঝি এনামুল

মনোনয়ন পাওয়ার পর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এনামুল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। এ খবরে অভয়নগরসহ বাঘারপাড়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলীয় মনোনয়নের খবর পাওয়ার পরপরই বিকালে নওয়াপাড়ায় দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। এ ছাড়া উপজেলার বিভিন্নস্থানে মোটরসাইকেল শোভাযাত্রা হয়। অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোল্যা নওয়াপাড়ায় মিষ্টি বিতরণ করেন। 

যশোরের ছয়টি সংসদীয় আসনে নৌকার মাঝি হতে মনোনয়ন গ্রহণ করেছিলেন ৬৯ জন। তাদের মধ্যে আরও মনোনয়ন পেয়েছেন: যশোর-২ আসনে ডা. তৌহিদুজ্জামান তুহিন, যশোর-১ আসনে শেখ আফিল উদ্দিন, যশোর-৩ আসনে কাজী নাবিল আহমেদ, যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য এবং যশোর ৬ আসনে শাহীন চাকলাদার।

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়